Popular Posts





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।

1.9.22

কম্পিউটার প্রশ্ন উত্তর

কম্পিউটার প্রশ্ন উত্তরঃ

1. কম্পিউটার কী? [পরীক্ষা – 2011, 2012, 2013]

উত্তরঃ কম্পিউটার একটি বৈদ্যুতিক স্বয়ংক্রিয় যন্ত্র। ইহা একটি গণনাকারী যন্ত্র। তবে বর্তমানে বহু ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার করা হয়ে থাকে। তথ্য প্রক্রিয়াকরণ, পরিমার্জন, সংযোজন, সংশোধন, তথ্য আদান-প্রদান ইত্যাদি কাজ করা যায়।

2. আধুনিক কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক কে? [পরীক্ষা - 2011]

চালর্স ব্যাবেজ (Charles Babbage)

3. চালর্স ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় কেন? [পরীক্ষা - 2017]

উত্তরঃ চালর্স ব্যাবেজ ১৮৩৩ সালে এ্যানালাইটিক্যাল ইঞ্জিন (Analytical Engine) নামক একটি যান্ত্রিক কম্পিউটার বা মেকানিক্যাল কম্পিউটার। কিন্তু তার কম্পিউটারটি পূর্ণ করতে পারেন নাই। পরবর্তীতে সেই ভিত্তিতেই বিজ্ঞান হার্ড ওয়ার্ড এইচ আইকেন তার ধারণা থেকে প্রথম কম্পিউটার তৈরি করেন। যেহেতু কম্পিউটারের মেইন অংশ ও মুল ভিত্তিগুলি চালর্স ব্যাবেজ (Charles Babbage) তৈরি করে যান তাই চালর্স ব্যাবেজকেই কম্পিউটারের জনক বলা হয়।

4. ENIAC এর Abbreviation বা পূর্ণ রুপ কী? [পরীক্ষা – 2017, 2018]

ENIAC = Electrical Numerical Integrator and Calculator.

5. পৃথিবীতে সর্ব প্রথম কম্পিউটারের প্রোগ্রাম (Program) কে তৈরি করেন? বা কম্পিউটারের প্রথম

প্রগ্রামার কে? [পরীক্ষা - 2011]

উত্তরঃ লেডি অগাষ্টা।

6. কম্পিউটারের প্রথম স্মৃতি প্রধানত কত প্রকার ও কি কি? [পরীক্ষা- জুন - 2013]

উত্তরঃ Memory বা স্মৃতি 1. প্রাইমারি মেমরি (Primary Memory

7. র‌্যাম কী? (RAM) কী? বা RAM এর পূর্ণরুপ কী? বা RAM এর পূর্ণনাম লিখ।বা RAM এর পূর্ণরুপ লিখ। [পরীক্ষা-. 2011, 13]

RAM = Random Access Memory. RAM একটি অস্থায়ী মেমরি। কম্পিউটার বন্ধ করতে র‌্যামে সংরক্ষিত তথ্য মুছে যায়। তাই একে অস্থায়ী মেমরি বা অস্থায়ী স্মৃতি বলা হয়ে থাকে।

8. রম কী? (ROM) কী? বা ROM এর পূর্ণরুপ কী? বা ROM এর পূর্ণনাম লিখ।বা ROM এর পূর্ণরুপ লিখ। [পরীক্ষা- 2011, 13]

উত্তরঃ ROM = Read Only Memory. ROM একটি স্থায়ী স্মৃতি। ROM কম্পিউটার বন্ধ করলেও ROM সংরক্ষিত ডাটা বা তথ্য মুছে যায় না। এই জন্য একে স্থায়ী মেমরি বলা হয়।

9. কয়েকটি হার্ডওয়্যারের নাম লিখঃ [পরীক্ষা - 2011]

উত্তরঃ 

1. Mouse 

2. Monitor 

3. Keyboard      

4. Hard Disk, 

5. CPU Box 

6. UPS ইত্যাদি।


মনিটর (Monitor) কাকে বলে?



উত্তরঃ কম্পিউটারের কাজ কর্মকে প্রদর্শনের জন্য যে পর্দা ব্যবহার করা হয় তাকে মনিটর (Monitor) >বলে।

0 Please Share a Your Opinion.:

Ads





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।