RAM AND ROM
RAM AND ROM
আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো, ram and rom সম্পর্কে। কম্পিউটারে প্রধানত কয়েক ধরণের মেমরি থাকে।
1. RAM
2. ROM
1. RAM এর বিভিন্ন ভার্সন হয়ে থাকে। যেমন-
a. DDR1
b. DDR2.
c. DDR3
d. DDR4
e. DDR5
* RAM এর পূর্ণরুপ Random Access Memory। এটা অস্থায়ী স্মৃতি। মানে কম্পিউটার অফ করলে ডাটা মুছে যায়।
* ROM এর পূর্ণরুপ Read Only Memory এটা স্থায়ী মেমরি বা স্মৃতি। মানে কম্পিউটার অফ করলেও ডাটা বা তথ্য মুছে যায় না।
আবার DDR মানে হলো Double Data Rate (ডাবল ডাটা রেট)। অর্থ্যাৎ ডাটা বা তথ্য ট্রান্সফার বা স্থানান্তরের গতিকে বোঝায়। DDR1 মানে RAM এর প্রথম ভার্সন। এটা স্পীড DDR2 এর কম। এভাবে যত আপডেট ভার্সন তত বেশি গতি বা স্পীড।
কোন র্যাম কোন ধরণের মাদারবোর্ড এ লাগানো যায়।
i) DDR1 এই র্যাম একেবারে প্রথম ও দ্বিতীয় জেনারেশনের কম্পিউটারে ব্যবহার করা যায়। এই জেনারেশনের প্রসেসর হয় Pentium 3 ও Pentium 4 এর প্রসেসরে ও মাদারবোর্ড এ। এই র্যাম 64MB 128MB, 256MB, 512MB এবং 1GB পর্যন্ত হয়ে থাকে।
আমি র্যাম 64MB 128MB, 256MB, 512MB এবং 1GB এর কম্পিউটার ও চালিয়েছি। বেশির ভাগ সময় 256MB, 512MB, 1GB ব্যবহার করেছি। বর্তমানে DDR3 এর র্যাম ব্যবহার করছি।
ii) DDR2 এই র্যাম 512MB, 1GB এবং 2GB পর্যন্ত হয়ে থাকে। এই ধরণের কম্পিউটার ও ব্যবহার করেছি। এর মাদারবোর্ড Pentium 4 থেকে 41 মডেলের মাদারবোর্ড পর্যন্ত হয়ে থাকে।
iii) DDR3 এই র্যাম 31 মডেলের মাদারবোর্ড থেকে বহু মডেলের হয়ে থাকে। DDR3 RAM কে আবার বিভিন্ন সক্ষমতা বা Capacity তে ভাগ করা হয়েছে।
যেমন- ক) 1080mhz, খ) 1333mhz, গ) 1600mhz এ আপগ্রেড করা হয়েছে।
iv) DDR4 কে আবার বিভিন্ন সক্ষমতা বা Capacity তে ভাগ করা হয়েছে।
যেমন- ক) 2133mhz, খ)2400mhz, গ) 2666mhz, ঘ) 3200mhz
v) DDR5 এই ধরণের বর্তমানের সবচেয়ে আপগ্রেড র্যাম। এর একটি কম্পিউটার বানাতে অনেক টাকা খরচ হয়। DDR5 RAM কেও বিভিন্ন সক্ষমতা বা Capacity তে ভাগ করা হয়েছে।
যেমন- ক) 5200mhz, খ) 5600mhz, গ) 6000mhz, ঘ) 7200mhz
2. ROM
ROM সাধারণত কয়েক ধরণের পাই। যেমন-
CD ROM
DVD ROM
EPROM
CD এর পূর্ণরুপ Compact Disk
ধন্যবাদ পোষ্ট পড়ার জন্য। পোষ্টে কোন ভূল থাকলে দয়া করে জানাবেন।