What is Operating-Operating-System-System_Software-Software-.

অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি? বা অপারেটিং সিস্টেম কাকে বলে? (What is Operating System Software)? 


 

 

 উত্তরঃ কম্পিউটার এর হার্ডওয়্যার ও সফটওয়্যারকে সচল করার জন্য ব্যবহৃত সহায়তকারী প্রোগ্রাম গুলিকে সিস্টেম সফটওয়্যার (System Software) সফটওয়্যার বলে।
1. মূলত সিস্টেম সফটওয়্যার দ্বারা কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে পরিচালনা, নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান করা হয়ে থাকে।

2) ইউটিলিটি সফটওয়্যার (Utility System) 3) অনুবাদক বা ট্রান্সলেটর সফটওয়্যার (Translator Software) 4) গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সফটওয়্যার (Graphical User Interface Software) ক) “অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operating System Software)” কম্পিউটার এর হার্ডওয়্যার ও সফটওয়্যারকে সচল করার জন্য ব্যবহৃত সহায়তকারী প্রোগ্রাম গুলিকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operating System Software) সফটওয়্যার বলে।
কম্পিউটার অপারেটিং সিস্টেম কতগুলি প্রোগামের সমষ্টি যেগুলি কম্পিউটারের সফটওয়্যারের বিভিন্ন সফটওয়্যারের রিসোর্স গুলিকে তত্বাবধান, নিয়ন্ত্রণ এবং তদারকি করে। মূলত কম্পিউটারের অপারেটিং সিস্টেম অচল হার্ডওয়্যারকে সচল করে এবং কম্পিউটার এবং কম্পিটার চালনাকারীর মধ্যে সেতু বন্ধন তৈরি করে। এই অপারেটিং সিস্টেম সফটওয়্যার না থাকলে কম্পিউটার চলবে ঠিকই। কিন্তু কোন কাজ করবে না। শুধু এই লেখাটি এসে থাকবে Ctrl+Alt+Del কথাটি লেখা থাকবে।
বাজারে বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম সফটওয়্যার পাওয়া যায়। যেমন- 
অ) ডস (DOS = Disk Operating System) 
আ) উইন্ডোজ 95 (Windows 95) 
ই) উইন্ডোজ 2000 (Windows 2000) 
ঈ) উইন্ডোজ এক্সপি (Windows XP) 
ঋ) উইন্ডোজ 7 (Windwos 7) 
এ) উইন্ডোজ ৮ (Window 8) 
ঐ) উইন্ডোজ ৮.১ (Windows 8.1) 
ও) উইন্ডোজ ১০ (Windows 10) 
ঔ) উইন্ডোজ ১১ (Windows 11) 
ক) উইন্ডোজ ভিসতা (Windows Vista) 
খ) লিনাক্স (Linux) Linux – Kali Ninux, Linux Mint etc. 
গ) ম্যাক ও এস বা ম্যাক অপারেটিং সিস্টেম (MacOS) 
ঘ) উইন্ডোজ মিলেনিয়াম (Windows Millennium) 
 ঙ) ইউনিক্স (Unix) চ) ম্যাকিনটোশ (Machintosh) 
ছ) ফোনিক্স অপারেটিং সিস্টেম - Phoniex Operating System 
 অপারেটিং সিস্টেমের প্রকারভেদ: অপারেটিং সিস্টেমের যেসব প্রোগ্রাম রয়েছে তা দুই প্রকার। যেমন- 
 ব্যাচ অপারেটিং সিস্টেম (Batch Operating System
 রিয়েল টাইম অপারেটিং সিস্টেম Real Time Operating System) অপারেটিং সিস্টেম এর বিভিন্ন প্রকার মোড (Operating System Mode) ডাটা বা তথ্য উপাত্ত প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন অপারেটিং সিস্টেম এর উদ্ভব হয়েছে। ব্যাচ অপারেটিং সিস্টেম (Batch Operating System) এর কাজকে আরো বেশি গতিশীল করার জন্য তার অধীনে আরও 6টি অপারেটিং সিস্টেম কাজ করে থাকে। যেমন –   # Batch Mode Operating System (ব্যাচ মোড অপারেটিং সিস্টেম) 
# Real Time Operating System (রিয়েল টাইম অপারেটিং সিস্টেম) 
# Multi-Programming Operating System (মাল্টি-প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম) 
# Time Sharing Operating System (টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম) 
# Virtual Storage Operating System (ভার্চুয়াল স্টোরেজ অপারেটিং সিস্টেম) 
# Multi-Processing Operating System (মাল্টি-প্রোসেসিং অপারেটিং সিস্টেম) 
কনটেন্ট গুলি পড়ার জন্য আপনাকে  অসংখ্য ধন্যবাদ। কম্পিউটারের এপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে দারুণ কিছু তথ্য জানার জন্য ভিজিট করুন। 
বিস্তারিতআমাদের ফেসবুক পেজ 
আমাদের মোবাইল বিষয়ক ওয়েবসাইট
Information Technolog - ICT