Popular Posts





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।

6.4.22

Input Device Device Input

ইনপুট ডিভাইস কাকে বলে ( What is input Device )?

Details:

উত্তরঃ কম্পিউটারকে ডাটা নির্দেশনা প্রদানের জন্য যে সকল যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয়, সেগুলিকে ইনপুট ডিভাইস (Input Device) বলে। কম্পিউটারে আসলে ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার হয়ে থাকে নিচে উল্লেখ করা হলো। 

1. স্ক্যানার (Scanner)   

2. কীবোর্ড (Keyboard) and মাউস (Mouse)


3. Barcode Scanner  



     

 4. 4. CD/DVD   

      5. Pen Drive 

      6. ওমআর (OMR)

p      7. ওসিআর (OCR)

p        8.ফ্লপি ডিস্ক (Floppy Disk)

p        9. এমআইসিআর (MICR)

p        10. ডিজিটাইজার (Digitizer)

p        11. লাইটপেন (Light Pen ইত্যাদি।

মূলত এসব ডিভাইস দিয়ে কম্পিউটারের ভিতরে ডাটা বা তথ্যাদি প্রবেশ করানো হয়। এই জন্য এই গুলিকে ইনপুট ডিভাইস বলা হয়ে থাকে।




 

কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইস সম্পর্কে জানতে ভিজিট করুন।

অপটিক্যাল ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন। 

আমাদের ফেসবুক গ্রুপে ভিজিট করুন

Ads


Ads





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।