মাইক্রো প্রসেসর কি?

মাইক্রো প্রসেসর কি?
উত্তরঃ মাইক্রো প্রসেসর বলতে বুঝায় আংশিক ভাবে বিদ্যুৎ চলাচল করতে পারে এমন সকল বস্তু দ্বারা যে বর্তনী তৈরি হয় তাকে আই.সি বলে। IC = Integrated Circuit বলেন। এই আই. সি দিয়ে যে সার্কিট তৈরি হয় তাকে চিপ বলে। অন্য দিকে ট্রানজিষ্টর, ক্যাপাসিটর, ডায়েড, রেজিস্ট্যান্স সিলিকন চিপের অভ্যান্তরীন সংযোগের অসংখ্য ইলেক্ট্রনিক সার্কিটের সমন্বয়ে মাইক্রো প্রসেসর (Microprocessor) গঠন করা হয়ে থাকে। কেন্দ্রিয়া প্রকিয়াকরণ অংশ এবং গাণিতিক অংশের কাজ করাই হলো মাইক্রো প্রোসেসরের কাজ। তাছাড়া এই মাইক্রোপ্রসেসকে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশও বলা হয়। তা কম্পিউটারের চালিকা শক্তি বা কম্পিউটার মস্তিষ্কও বলা হয়ে থাকে। মাইক্রো প্রোসেসরের বৈশিষ্ট্যঃ

মাইক্রো কম্পিউটারের প্রোগ্রাম নির্বাহের প্রধান অংশ। গাণিতিক যুক্তি ও যুক্তি ক্ষমতা সম্পন্ন ১টি বৃহৎ বর্তনী। মাইক্রো প্রোসেসরকে মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়ে থাকে।
Next Post Previous Post