Popular Posts





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।

10.4.22

সুপার কম্পিউটার কি?

সুপার কম্পিউটার কাকে বলে ? সুপার কম্পিউটার কি কি কাজে ব্যবহার করা হয়?



উত্তরঃ বিশ্বের সবচেয়ে দ্রুতগুতি, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। এই কম্পিউটার আকারের দিক দিয়ে সব চেয়ে বড় কম্পিউটার। আরো জেনে রাখা ভাল যে, এই কম্পিউটারের গতি, কাজ করার ক্ষমতা, তথ্য প্রকিয়ার গতি অবিশ্বাস্য।  
Details 
সুপার কম্পিউটার কি কি কাজে ব্যবহৃত হয়?

সুপার কমপিউটার বিভিন্ন জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। নিচে সুপার কম্পিউটারের ব্যবহার তুলে ধরা হলো-

1.বিপুল পরিমাণে তথ্য সংরক্ষণের জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। 2. বিপুল পরিমাণে তথ্য বিশ্লেষণের জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। 3. জঙ্গী বিমানের ক্ষেত্রেও সুপার কম্পিউটারব্যবহার করা হয়ে থাকে।

4.ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। 5.নভোযান তথা মহাকাশ গবেষণার ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। 6.পরমাণু চুল্লির ক্ষেত্রেও সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। সুপার কম্পিউটারের নামঃ নিচে দুটি সুপার কম্পিউটারের নাম উল্লেখ করা হলোঃ 1.CRAY-I, 2. CYBER 205 ইত্যাদি হলো সুপার কম্পিউটারের উদাহরণ

Ads





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।