Hy-brid Computer
"কম্পিউটার কাকে বলে" হাইব্রিড কম্পিউটার কাকে বলে? হাইব্রিড
কম্পিউটার কি কি কাকে ব্যবহৃত হয়?
উত্তরঃ
এ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার
মিলে তৈরি করা হয় হাইব্রিড কম্পিউটার (Hy-brid Computer) । মানে দুইটি কম্পিউটার প্রযুক্তি
একত্র হাইব্রিড কম্পিউটার তৈরি করা হয়ে থাকে। কম্পিউটার কাকে বলে বিস্তারিত জেনে নিন
অর্থ্যাৎ এ্যানালগ কম্পিউটারের মাধ্যমে তথ্য উপাত্ত গ্রহণ করে তা ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পাদন শেষে বা প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করা হয়।
অর্থ্যাৎ এ্যানালগ কম্পিউটারের মাধ্যমে তথ্য উপাত্ত গ্রহণ করে তা ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পাদন শেষে বা প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করা হয়।
উদাহরণ হিসেবে ধরা যেতে পারে – হাসপাতালের
কোন রোগীর রক্ত চাপ, হৃদরোগীর ক্রিয়া ইত্যাদি উপাত্ত কম্পিউটারের এ্যানালগ অংশের সাহায্যে
গ্রহণ করে তা ডিজিটাল অংশের মাধ্যমে ফলাফল প্রদর্শন করা হয়।
এটাই হলো হাইব্রিড কম্পিউটার
সিস্টেম।
হাইব্রিড কম্পিউটারের ব্যবহার উল্লেখ করা হলেঃ
1. কারিগরি ও বৈদ্যুতিক জটিল ও কঠিন সমস্যার সমাধান খুব সহজে ও অতি দ্রুত গতিতে সমাধান করা যায়।
2. পরীক্ষাগারে ঔষধের মান নিয়ন্ত্রণ, পরমানুর গঠন ইত্যাদি ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা
হয়।
3. রাসায়নিক দ্রব্যাদির গুণগত মান, দূরপাল্লার আকাশ যানের চালকের প্রশিক্ষণের কাজেও এটি ব্যবহার
করা হয়।
4. এটি হাসপাতালের ইনসেনটিভ কেয়ারেও এই শ্রেণীর কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে।