দেশ সম্পর্কিত উপনাম বা যেসব কারণে বিখ্যাত।
দেশ সম্পর্কিত উপনাম বা যেসব কারণে বিখ্যাত : Surname of countries
বন্ধুরা আজকে আমরা জানব পৃথিবীর কোন দেশের উপনাম কি বা কি কারণে বিখ্যাত। তাই আমি আপনারদের জন্য এই পোষ্টটি তৈরি করলাম- “দেশ সম্পর্কিত উপনাম বা যেসব কারণে বিখ্যাত" আশা করি এই তথ্য আপনাদের জন্য বিশেষ ভাবে সাহায্য করবে ইনশাল্লাহ। তাই দয়া করে মনোযোগ সহকারে পড়ুন। এছাড়াও নিচে দেখুন, কম্পিউটার বিষয়ে বেশ কিছু সংক্ষেপ রুপ যা বিভিন্ন ইন্টারভিউতে কমন পড়ে যা সত্যি উপকারী হবে বলে আমি মনে করি। তাছাড়াও কম্পিউটারের সংজ্ঞাসহ কম্পিউটার বিষয়ে বিশদ বর্ণনা দেওয়া আছে। যা নিচের দিকে গেলে পড়তে পারবেন। আর সাধারণ জ্ঞান ও
কম্পিউটারAudience Toolkit Trial
১। নদী মাতৃক দেশ- বাংলাদেশ।
২। ভাটির দেশ- বাংলাদেশ।
৩। ৬ ঋতুর দেশ- বাংলাদেশ।
৪। সোনালী আঁশের দেশ- বাংলাদেশ।
৫। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ- বাংলাদেশ।
৬। বিশ্বের বৃহত্তম সাগর সৈকতের দেশ- বাংলাদেশ।
৭। রয়েল বেঙ্গল টাইগারের দেশ- বাংলাদেশ।
৮। বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ আহরণকারী দেশ- বাংলাদেশ। (বাংলাদেশ শতকরা ৬০% এর উপরে ইলিশ আহরণ করে। আর সারা বিশ্ব ৪০% এর কম ইলিশ আহরণ করে। আর ইলিশ সারা বিশ্ব সাঁতরে বেড়ায়। মানে সবদেশে ইলিশ পাওয়া যায়। ৯। ম্যানগ্রোভ বনাঞ্চলের দেশ- বাংলাদেশ।
১০। জাতীয় সংঘ শান্তি মিশনে সবচেয়ে বেশি সৈন্য প্রদানকারী দেশ- বাংলাদেশ।
১১। সোনালী প্যাগোডার দেশ- মায়ানমার।
১২। হাজার দ্বীপের দেশ- ইন্দোনেশিয়া। (প্রায় তিন হাজার দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত)
১৩। পৃথিবীর দ্বীপ মহাদেশ- অস্ট্রেলিয়া।
১৪। অস্ট্রেলিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ- অস্ট্রেলিয়া।
১৫। সুনামীর দেশ- জাপান।
১৬। ভূমিকম্পের দেশ- জাপান।
১৭। বিজ্ঞান ও প্রযুক্তিতে সবচেয়ে উন্নত দেশ- জাপান।
১৮। বিশ্বের বৃহত্তম দাতা বা দানকারী দেশ- জাপান।
১৯। বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ- চীন।
২০। আয়তনে এশিয়ার সবচেয়ে বড় দেশ- চীন।
২১। সবচেয়ে বেশি দেশের সাথে সীমান্ত সংযোগ কারীদেশ- চীন।
২২। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ- ভারত।
২৩। জনসংখ্যায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ- ভারত।
২৪। বিশ্বের সবচেয়ে বেশি সীমান্ত গোলযোগের দেশ- পাকিস্তান এবং ভারত।
২৫। এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ- মালদ্বীপ। (প্রায় ২০০০টি দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত)
২৬। দুইটি মহাদেশে পড়েছে যেসব দেশ- তুরস্ক এবং রাশিয়া। ( এশিয়া এবং ইউরোপ মহাদেশে)
২৭। বিশ্বের টিউমার দেশ- ইসরাইল।
২৮। বিশ্বের সবচেয়ে বেশি আত্মহত্যাকারী দেশ- শ্রীলঙ্কা।
২৯। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্থদেশ- চাদ।
৩০। বিশ্বের সবচেয়ে ছোট দেশ- ভ্যাটিক্যান সিটি। (আয়তন প্রায়-০.৪৪ বর্গকিলোমিটার)।
৩১। বিশ্বের ছিদ্রায়িত দেশ- ইতালী। (ভ্যাটিক্যানসিটি ইতালীর ভিতরে অবস্থিত)
৩২। বিশ্বের দ্বীপ দেশ- গ্রীনল্যান্ড।
৩৩। বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ- আইসল্যান্ড।
৩৪। উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ- কানাড।
৩৫। ম্যাপল পাতার দেশ- কানাডা।
৩৬। শ্বেতহস্তী বা সাদা হাতির দেশ- কানাডা।
৩৭। বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানীকারক দেশ- আমেরিকা।
৩৮। দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ- ব্রাজিল।
৩৯। বিশ্বের এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে সরুদেশ- চিলি।
৪০। পৃথিবীর চিনির আধার- কিউবা। (আমেরিকার পশ্চিমে অবস্থিত)
৪১। জনসংখ্যা ছাড়া দেশ- এন্টার্কটিকা।