Camping Lanterns Protable Flashlights Led Night Light Portable Emergency Searchlight Hanging Light for Outdoor Camping Hiking,Fishing

ঘরে বসেই তৈরি করুন নির্ভজাল দই।
ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তা।
কারণ, আপনি নিজের হাতেই তৈরি করবেন।
আপনি যা দিয়ে তৈরি করবেন তাই হবে।

কম্পিউটার কত প্রকার

কম্পিউটার কত প্রকার ? এনালগ কম্পিউটার কাকে বলে ? Classification of Computer

উত্তর : কম্পিউটার প্রধানত তিন প্রকার। যথা:  ১. এনালগ কম্পিউটার (Analog Computer)      ২. ডিজিটাল কম্পিউটার (Digital Computer)  ৩. হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)

* বিভিন্ন প্রকার কম্পিউটারের বিবরণ :  বিভিন্ন প্রকার কম্পিউটারের সংজ্ঞা ও বিবরণ নিচে আলোচনা করা হলো।

১। এনালগ কম্পিউটার (Analog Computer) :  এনালগ অর্থ  পরিমাপ। যে কম্পিউটার একটি রাশির সাথে অন্য একটি রাশি জুড়িয়ে দিতে পারে তাহাকে এনালগ কম্পিউটার বলে বা বলা হয়। স্মৃতির পরিধি, কাজের ধরণ ইত্যাদি অনুসারে কম্পিউটারকে বিচার বিশ্লেষণ করা হয়।
২। ডিজিটাল কম্পিউটার (Digital Computer) : কাজের ক্ষমতা, আকার আকৃতি ইত্যাদির উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটার গঠিত হয়। ডিজিটাল কম্পিউটার ৪ প্রকার। যথা:
  ক) সুপার কম্পিউটার  খ) মেইনফ্রেম কম্পিউটার  গ) পার্সোনাল কম্পিউটার ঘ) মাইক্রো কম্পিউটার।
বিভিন্ন প্রকারের ডিজিটাল কম্পিউটারের বিবরণ নিচে দেওয়া হলো :

ক) সুপার কম্পিউটার : যেসব কম্পিউটার দ্বারা বিশাল বিশাল কাজ করা হয় মহাকাশ গবেষণা করা হয় তাকে সুপার কম্পিউটার বলে। আদম শুমারির মত বিশাল কাজ করার ক্ষেত্রেও এই কম্পিউটার ব্যবহার করা হয়। এই কম্পিউটার স্পিড হ্যাভি। অনেক বড় ধরণের কাজ গুলি দ্রুুত গতিতে, কম সময়ে, নির্ভূলভাবে করা হয়  এই কম্পিউটার দ্বারা। খ) মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer) : মেইনফ্রেম কম্পিউটার দ্বারা বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠানের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা হয় এবং অন্যান্য হ্যাভি কাজ গুলি এই কম্পিউটার দ্বারা করা হয়।
গ) পার্সোনাল কম্পিউটার বা ব্যক্তিগত কম্পিউটার  (Personal Computer) : পার্সোনাল কম্পিউটার হলো ব্যক্তিগত কম্পিউটার বা সাধারণত  ব্যক্তি গত অথবা অফিসিয়াল কাজ করা হয়। আমরা সাধারণত বাড়িতে বা বিভিন্ন অফিসে যেসব কম্পিউটার ব্যবহার করে থাকে বা করে থাকি সেইসব কম্পিউটারই হলো পার্সোনাল কম্পিউটার। একে আবার ডেস্কটপ কমিউটার ও বলে।
ঘ) মাইক্রো কম্পিউটার (Micro Computer) : মাইক্রো (Micro) অর্থ সূক্ষ্ন বা ছোট। সাধাণত সূক্ষ্ন বা ছোট আকৃতির কম্পিউটার গুলিকে মাইক্রো কম্পিউটার বলা হয়। ছোট আকারের বা মিনি কম্পিউটার গুলি হলো মাইক্রো (Micro Computer) এর উদাহরণ। যেমন- ল্যাপটপ, ট্যাব বা ট্যাবলেট কম্পিউটার।

৩. হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer) : হাইব্রিড কম্পিউটার হলো পূর্বতন সিস্টেম এবং পরবর্তী সিস্টেমে সমন্বয়ে গঠিত কম্পিউটার হলো হাইব্রিড কম্পিউটার। অথচ, এনালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে হাইব্রিড কম্পিউটার গঠিত। উদাহরণ :

এনালগ  কম্পিউটার + ডিজিটাল কম্পিউটার = হাইব্রিড কম্পিউটার। অর্থ্যাৎ দুটি সিস্টেমকে একত্রিত করে বা সমন্বয় করে তৃতীয় যে কম্পিউটার তৈরী করা হয়েছে সেটাই হলো হাইব্রিড কম্পিউটার।
Next Post Previous Post

 

Camping Lanterns Protable Flashlights Led Night Light Portable Emergency Searchlight Hanging Light for Outdoor Camping Hiking,Fishing

Translate

ঘরে বসেই তৈরি করুন নির্ভজাল দই।
ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তা।
কারণ, আপনি নিজের হাতেই তৈরি করবেন।
আপনি যা দিয়ে তৈরি করবেন তাই হবে।

Your Label Post 2

5/LabelName/post-list

A

ঘরে বসেই তৈরি করুন নির্ভজাল দই।
ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তা।
কারণ, আপনি নিজের হাতেই তৈরি করবেন।
আপনি যা দিয়ে তৈরি করবেন তাই হবে।

 

Camping Lanterns Protable Flashlights Led Night Light Portable Emergency Searchlight Hanging Light for Outdoor Camping Hiking,Fishing

Buy Now

ঘরে বসেই তৈরি করুন নির্ভজাল দই।
ভেজালের ভিড়ে খাঁটি মানের নিশ্চয়তা।
কারণ, আপনি নিজের হাতেই তৈরি করবেন।
আপনি যা দিয়ে তৈরি করবেন তাই হবে।