Database Management System- ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে ?
What is database management system, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে তা বিস্তারিত জানবো ইনশাল্লাহুল আজিজ।
উত্তরঃ ইংরেজি
'Data' শব্দের অর্থ উপাত্ত এবং ইংরেজি ‘
Base' এর বাংলা হলো ঘাঁটি। সুতরাং
'Database' শব্দের অর্থ হচ্ছে কোন বিষয় সম্পর্কিত বিষয়ের উপাত্তের ব্যাপক সমাবেশ। কোন বিষয়ের ব্যাপক ও বিশাল তথ্যের ভান্ডারকে Database বলা হয়ে থাকে। অনেকগুলি তথ্য, উপাত্তের সংগ্রহ যা বিভিন্ন প্রকার ব্যবহারিক কাজে ব্যবহৃত হয় তাই হচ্ছে ডাটাবেস। যে কোন ধরনের প্রতিষ্ঠান দ্রুত ও সঠিক কোন সিদ্ধান্ত নিতে গেলে উপযুক্ত তথ্য উপাত্ত সংগ্রহের বিকল্প কোন পথ নাই। ডাটাবেস (Database) হচ্ছে একটি ডাটা গুচ্ছ, যা নির্দিষ্ট কোন বিষয়ের সাথে সম্পর্কিত থাকে এবং এক বা একাধিক ডাটা টেবিলে ভাগ করা থাকে। যেমন- টেলিফোন ইনডেক্স, ডায়েরা প্রভৃতি। কোন কারখানার শ্রমিকদের হাজিরা সংক্রান্ত তথ্য ভান্ডার বা তথ্য সমাবেশ হচ্ছে ঐ প্রতিষ্ঠানের ডাটাবেস। আবার কোন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের বিভিন্ন তথ্য ভান্ডার হলো ঐ শিক্ষা-প্রতিষ্ঠানের ডাটাবেস।
আবার কোন কোন প্রতিষ্ঠানের বেতন, বোনাস, হাজিরা, পেনশন ইত্যাদি সংগ্রহ কৃত তথ্য সমাবেশ হচ্ছে ঐ প্রতিষ্ঠানের বেতন, বোনাস, হাজিরা, পেনশন ইত্যাদি সংক্রান্ত ডাটাবেস (Database). এক সাথে সংরক্ষিত অনেকগুলি ডাটাবেসকে ডাটা ব্যাংক (Data Bank) বলা হয়ে থাকে। ডাটাবেসের প্রধান উপাদান গুলি হচ্ছে টেবিল, কলাম ইত্যাদি অনুযায়ী সংরক্ষণ করা হয়ে থাকে।
উপরোক্ত নিয়মে বা অন্যান্য নিয়মে ডাটা সাজানো থাকতে পারে।
Database Management System (DBMS) - ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি বা কাকে বলে ?
উত্তর : Database Management System (DBMS) - ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো কত গুলো ডাটাবেস তৈরি, সংরক্ষণ, এবং উক্ত ডাটার উপর বিভিন্ন কার্য সম্পাদন এর ব্যবহৃত প্রোগ্রাম সমূহের সমষ্টিকে Database Management System (DBMS) - ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম -
Database Management System (DBMS) ডাটাবেস তৈরি, সংরক্ষণ, আধুনিকীকরণ, নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ও ব্যবহার কারীদের মধ্যে সমন্বয় সাধন করে থাকে।
What is Database
Management System (DBMS) ? - ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রাম গুলি নাম কি কি ? উত্তর :
(i) Microsoft Foxpro
(ii) Dbase
(iii) Microsoft Visual BasicMicrosoft Visual Basic(iv) Microsoft Visual Foxpro
(v) 4D
(vi) S. Q. L
(vii) Microsoft Access
(viii) Delphi
(ix) Power Builder
(x) Informix
(xi) Oracla
(xii) HTML
(xiii) XML
(xiv) Oracle
(xvi) Java
(xvii) File Maker Pro
(xvii) Paradox etc.
Primary Works of Database Management System (DBMS) - ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রাথমিক কার্যাবলী কি কি ?
উত্তরঃ
১. ডাটাবেস তৈরি করা (Make Database)। ২. নতুন ডাটাবেস তৈরি করা Add New Record in Database)৩. ডাটাবেসের ভূল সংশোধন করা (Correction of wrong database)৪. ডাটা কুয়েরী করা (Data Query) ৫. ডাটাবেস সম্পাদন করা (Data Editing)
৬. কোন নির্দিষ্ট ডাটা অনুসন্ধান করা (Search any fixed data)
৭. রিপোর্ট তৈরি করা (Report Making or preparing)
8. রিপোর্ট প্রিন্ট করা (Report Printing) etc.