প্রিন্টার কী? অথবা প্রিন্টার কাকে বলে
প্রিন্টার কী? অথবা প্রিন্টার কাকে বলে? প্রিন্টার কত প্রকার ও কি কি? আলোচনা কর।
বিস্তারিত জানুন
উত্তরঃ যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারের সিপিইউ কর্তৃক প্রদানকৃত প্রক্রিয়াকরণের ফলাফল কাগজে ছাপানো যায় তাকে প্রিন্টার বলে। প্রিন্টার বহুল ব্যবহার করা একটি আউটপুট ডিভাইস। যে লেখা ছাপানোর প্রয়োজন সেটা কমান্ড দিলে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে বের হয়।
উত্তরঃ প্রিন্টার প্রধানত দুই প্রকার। যেমন- ইম্প্যাক্ট প্রিন্টার ও নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট পিন্টার আবার দুই প্রকার। যেমন-
2. সিরিয়াল প্রিন্টার
লাইন প্রেন্টার দুই প্রকারঃ যেমন-
1. চেইন প্রিন্টার
2. সিরিয়াল প্রিন্টার
সিরিয়াল প্রিন্টার আবার দুই প্রকার। যেমন-
1. ডটম্যাট্রিক্স প্রিন্টার
2. ডেইজি হুইল পিন্টার
নন ইম্প্যাক্ট প্রিন্টার আবার চার প্রকার। যেমন-
1. থার্মাল প্রিন্টার 2. স্থির বৈদ্যুতিক প্রিন্টার 3. ইঙ্কজেট প্রিন্টার 4. লেজার প্রিন্টার
কোন কোম্পানীর প্রিন্টার ভাল?
বাজারে বিভিন্ন ধরণের প্রিন্টার পাওয়া যায় এবং এগুলির দাম ও অনেক হয়ে থাকে। তবে আমি বিগত প্রায় 7 বছর ধরে প্রিন্টার ব্যবহার করে যা বুঝলাম তাতে Epson Printer ব্যবহার করে ভাল সার্ভিস পেয়েছি। আমি Epson L130 প্রিন্টার ব্যবহার করে থাকি।
এছাড়াও বাজারে আরো বিভিন্ন ধরণের প্রিন্টার পাওয়া যায়।
যেমন-
1. HP Printer
2. Brother Printer
3.Canon Printer ইত্যাদি।