মনিটর কী? মনিটর কাকে বলে? মনিটর কত প্রকার ও কি কি
মনিটর কী মনিটর কাকে বলে ?
মনিটর কত প্রকার ও কি কি?
উত্তরঃ মনিটর কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ আউটপুট ডিভাইস। এটি হচ্ছে তথ্য দেখানোর মাধ্যম। টেলিভিশনের মত দেখতে কম্পিউটার এর সাথে যুক্ত ডিভাইসটিকে মনিটর বলে।
মনিটর 20 ইঞ্চি থেকে শুরু করে 20 ইঞ্চি হতে পারে। আর মনিটর সাদা, কালো, রঙিন উভয় ধরণের হতে পারে। সাদা-কালো মনিটরকে মনোক্রম আর রঙিন মনিটরকে RGB মনিটর বলে।
মনিটর ভিজিএ ক্যাবলের (VGA Cable) মাধ্যমে কম্পিউটারের সিপিইউ এর সাথে যুক্ত করা হয়ে থাকে। এই ভিজিএ ক্যাবলের মাধ্যমে ছবি, ভিডিও ইত্যাদি কম্পিউটারের সিপিইউ হতে মনিটরে প্রবেশ করে পর্দায় দেখানো হয়ে থাকে।
মনিটর
কত প্রকার?
উত্তরঃ মনিটর প্রধানত 2 প্রকার: যেমন-
ক) ফ্লাট প্যানেল মনিটর (Flat Panel Monitor)
খ) ক্যাথড রে টিউব।
পিকচার টিউবের উপর এবং ছবি দেখার মানের উপর মনিটর সাধারণ ৩ (তিন) প্রকার। যেমন-
1.CRT Monitor
2. * LCD Monitor
3. LED Monitor
1. CRT Monitor (সিআরটি মনিটর) : CRT = Cathode Ray Tube . যে মনিটর পিছন দিকে লম্বা থাকে সেটিই সিআরটি মনিটর।এই মনিটরের ভিতর পিছনের দিকে লম্বা টিউব থাকে। এটাই ক্যাথড রে টিউব।
2. LCD Monitor (এলসিডি মনিটর): LCD = Liquid Crystal Display. এই শ্রেণীর মনিটর সাধারণ চ্যাপ্টা মনিটর এবং এই মনিটরের এক পাশ থেকে তাকালে ছবি নেগেটিভ দেখায়।
3. LED Monitor (এলইডি মনিটর: LED = Light Emitting Diode. এই শ্রেণী মনিটর সবচেয়ে ভাল কারণ এই মনিটরের পার্শ্ব থেকে তাকালেও নেগেটিভ দেখা যায় না। এর ভিডিওর কোয়ালিটি সবচেয়ে ভাল।
পরিশেষঃ আশা করি মনিটর সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছেন। ভাল লাগলে ফেসবুকে, ট্যুয়েটারে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন। ধন্যবাদ।