বাংলা ফন্ট

বাংলা ফন্ট এর বর্ণনা

বর্তমান যুগে বাংলা টাইপিং এর বিভিন্ন ধরনের বাংলা ফন্ট ( Bangla Font ) এর প্রচলন রয়েছে। এর মধ্যে তন্বী, সুতন্বী, লিপি, আদর্শ লিপি, আনন্দপত্র, মেঘনা, আনন্দ, চন্দ্রাবতী, বিজয় ৭১, অভ্র ইউনিকোড এবং যমুনা ইত্যাদি। 

বর্তমানেও বাংলা ফন্ট তেমন সুবিধাজনক নয়। যেমন-

ক। বাংলায় স্পিল বা বানানের ভূল অটো ভাবে চেক করা যায় না।

খ) বাংলা গ্রামারের কমান্ড কাজ করে না।

গ) বাংলায় অটো হাইফেন কাজ করে না।

ঘ) বাংলার ক্ষেত্রে অটোকারেক্ট করা যায় না।

ঙ) বাংলা ডিকশনারির মাধ্যমে স্পীল চেক করা যায় না। 
Next Post Previous Post