ইউনিকোড কি
ইউনিকোড ক ?
উত্তরঃ 1991 সালে অ্যাপেল কম্পিউটার কপোরেশন ( Apple Computer Corporation) এবং জেরক্র কপোরেশন (Xerox Corporation ) এর যৌথ উদ্যোগে একজন ইঞ্জিনিয়ার ইউনিকোড উদ্ভাবন করেন । ইউনিকোড হলো একটি টাইপিং সফটওয়্যার। বিভিন্ন দেশের ভাষায় টাইপিং করার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। আমাদের দেশে বাংলা ফন্ট এর মাধ্যমে বাংলা টাইপিং এর জন্য অভ্র টাইপিং সহ বেশ কিছু টাইপিং সফটওয়্যার পাওয়া যায়।
বিশ্বের সব ভাষাকে কম্পিউটার কোডভূক্ত করার জন্য ইউনিকোড (Unicode) ব্যবহৃত হয়। ইউনিকোড সাধারণত 16 বিট (Bit) বা 2 বাইট (Byte) এর হয়। এই কোড এর মাধ্যমে 216 অথবা 65536 (পয়ষট্টি উদাহরণ স্বরুপ বলা যায়, যেসকল ভাষার জন্য 8 বিট (8 Bit) ১ বাইট (1 Byte) কোড অপর্যাপ্ত ছিল যথাঃ কোরিয়ান ভাষা, চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা ইত্যাদি সে সকল ভাষার সকল চিহ্নকে ইউনিকোড এর মাধ্যমে কোডভূক্ত করা হয়েছে।