Optical Fiber Optical Signal

অপটিক্যাল ফাইবার কি - What is Optical Fiber?

উত্তরঃ যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ( Optical Fiber) একটি অন্যতম বিষয়। যা যোগাযোগ প্রযু্ক্তিকে আরো গতিশীল করেছে। অপটিক্যাল ফাইবার হলো এক ধরণের প্লাস্টিক কাঁচের অত্যন্ত চিকন তন্ত্র। 

যেভাবে বৈদ্যুতিক তার দিয়ে সিগনাল পাঠানো হয়। হয়তো প্রশ্ন করতে পারেন অপটিক্যাল ফাইবার বা প্লাস্টিক কাঁচের তন্তুর মধ্য দিয়ে কিভাবে আলোক সিগনাল পাঠানোর হয়?
আপনারা হয়তো অভ্যন্তরীণ প্রতিফলন সম্পকে জেনেছেন। ঠিক এভাবেই অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমেই বৈদ্যুতিক সিগনাল পাঠানো হয়ে থাকে। অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে অনেক বেশি পরিমাণে বৈদ্যুতিক সিগনাল (Electric Signal) পাঠানো সম্ভব।
আপনি নিশ্চয় শুনে অবাক হবেন যে, একটি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো যায়। যা অত্যন্ত অবাক করা বিষয়। বর্তমান কালে অপটিক্যাল ফাইবার এতটাই উন্নত হয়েছে যে, বিশ্বের সব দেশেই প্রায় অপটিক্যাল ফাইবার ব্যবহার এর নেটওয়ার্ক দিয়ে একদেশের সাথে অন্য দেশের সাথে যুক্ত করা হয়েছে।
সাবমেরিন ক্যাবল কাকে বলে ?
উত্তরঃ অপটিক্যাল ফাইবার দ্বারা বৈদ্যুতিক সিগনাল পৃথিবীর এক মহাদেশ হতে অন্য মহাদেশে সাগরের তলদেশ দিয়ে নেওয়া হয়।   এই ধরণের অপটিক্যাল ফাইবারকে বলা হয় সাবমেরিন ক্যাবল। স্যাটেলাইট এর বৈদ্যুতিক সিগনাল তথা তথ্য (Information) আলোর বেগে যেতে পারে। কিন্তু কাঁচ প্লাষ্টিকের তন্তু (Fiber) এর ভিতর দিয়ে যেতে হয় বলে এক তৃতীয়াংশ সময় কম লাগে। এরপরও অপটিক্যাল ফাইবার দিয়ে বৈদ্যুতিক সিগনাল তাড়াতাড়ি পাঠানো যায়। কিন্তু স্যাটেলাইটের ক্ষেত্রে সিগনাল 36 হাজার মাইল দূরে গিয়ে ফিরে আসতে হয় না। এটাই সুবিধা।