Popular Posts





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।

31.8.22

একটি ভাল মানের কম্পিউটার কিনতে কত টাকা লাগে?

একটি ভাল মানের কম্পিউটার কিনতে কত টাকা লাগে?





অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই, একটি ভাল মানের কম্পিউটার কিনতে কত লাগে? বা একটি কম্পিউটার কিনতে কত টাকা লাগে? তাই এই পোষ্টটি তৈরি করলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন আপনি কি কি জিনিস দিয়ে ভাল মানের একটি কম্পিউটার বানিয়ে নিতে পারেন। এ ব্যাপারে সুন্দর একটি আইডিয়া দেওয়ার জন্য নিচের চার্টটি তৈরি করলাম। আশা করি আপনি এতে উপকৃত হতে পারেন। আর আরো বিস্তারিত তথ্য জানতে নিচের আমাদের সাথে যোগাযোগ করেও আরো প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারেন। আমাদের ফেসবুক পেজ আরো জানুন

26.8.22

কম্পিউটার কত প্রকার ও কি কি

কম্পিউটার কত প্রকার ও কি কি? উত্তরঃ কাজের ধরণ, প্রকৃতি এবং ডাটা প্রক্রিয়াকরণ এর ভিত্তিতে কম্পিউটার তিন প্রকার। যেমন- 1। এনালগ কম্পিউটার। 2। ডিজিটাল কম্পিউটার। 3। হাইব্রিজ কম্পিউটার।
1। এনালগ কম্পিউটার (Analog Computer) : ইংরেজি শব্দ Analogy থেকে Analog কথাটি এসেছে। Analog কথাটির অর্থ হচ্ছে সাদৃশ্য। চাপ, তাপ, তরল প্রবাহ ইত্যাদি পরিবর্তনশীল ডাটার জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গ পরিমাপ Analog কম্পিউটার এর কাজ পরিচালিত হয়। আর এর সম্পাদিত ফলাফল কাঁটা বা মিটার দ্বারা প্রকার করে থাকে। যেমন- পেট্রোল পাম্পের জ্বালানি সরবরাহ এবং মূল্য নির্ণয়ের কাজ, মহাকাশ যান, বিমান, গাড়ির ক্ষেত্রে গতিবেগ, পরিমাপ, অবস্থা ইত্যাদির পরিমাপ বা নির্ণয়ের কাজ এনালগ কম্পিউটার দ্বারা করা হয়ে থাকে। চিত্র : কম্পিউটার কত প্রকার ও কি কি? 2। ডিজিটাল কম্পিউটার (Digital Computer): ইংরেজি শব্দ ডিজিট হতে ডিজিটাল কথাটি এসেছে। মূলত ডিজিটাল কম্পিউটারে সংখ্যা, বর্ণ, প্রতীক, সাংকেতিক চিহ্ন, প্র্রতীক ইত্যাদি ইনপুট (Input) হিসাবে ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটার 0 (শূন্য) ও 1 (এক) এ দুইটি বাইনারি ডিজিট দিয়ে সব ধরণের কাজ প্রক্রিয়া করণ করা হয়ে থাকে। তাছাড়া ডিজিটাল কম্পিউটার খুবই ভূল মুক্ত ও সূক্ষ্ণভাবে ফলাফল প্রদান করে থাকে। 3। হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer): Analog Computer ও Digital Computer এই দুই প্রকার কম্পিউটারের সমন্বয়ে তৈরি করা কম্পিউটারকে হাইব্রিড কম্পিউটার বলে। হাসপাতারেল ইনটেনসিভ কেয়ারে এ শ্রেণীর কম্পিউটার ব্যবহ্ত হয় । এ ক্ষেত্রে অ্যানালগ অংশ রোগিদের রক্ত চাপ হৃদযন্তের ক্রিয়া,শ রীরের তাপমাত্রা ইত্যাদি উপাত্ত গ্রহণ করে এবং ডিজিটাল অংশ ব্যবহার করে যথাযোগ্য সংখ্যা, সংকেত ইত্যাদি রুপান্তর করে ডিজিটাল অংশে প্রেরণ করে। আর এই ডিজিটাল অংশের দ্বারা রোগির অবস্থা কি রুপ তা প্রকাশ করা হয়। আকার ও কাজ করার ক্ষমতার ভিত্তিতে কম্পিউটার চার প্রকার। 1। সুপার কম্পিউটার ( Super Computer )

2। মেইন ফ্রেম কম্পিউটার (Mainframe Computer)

3। মিনি কম্পিউটার (Mini Computer) 4। মাইক্রো কম্পিউটার।
1। সুপার কম্পিউটার (Super Computer): পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল, সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার হলো সুপার কম্পিউটার। আকারে সবচেয়ে বড় আকারের এই কম্পিউটারের কাজ করার ক্ষমতা, প্রক্রিয়াকরণের গতি, ডাটা সংরক্ষণের গতি অবিশ্বাস্য রকমের হয়ে থাকে। সূক্ষ্ণ গবেষণা, জঙ্গী বিমান, ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেশনা, পরমাণু চুল্লি, বিশাল তথ্য ভান্ডার ইত্যাদি ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। Cray – I, Cyber 205 ইত্যাদি হলো সুপার কম্পিউটারের উদাহরণ। 2। মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer) : মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer) বড় ধরণের কম্পিউটার। এই কম্পিউটারের সাথে অনেক গুলি ছোট কম্পিউটার যুক্ত করে এক সাথে শতাধিক লোক কাজ করতে পারে। ব্যাংক, বীমা, অর্থলগ্নী প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের কাজের জন্য মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয়। 3। মিনি কম্পিউটার (Mini Computer) : মেইনফ্রেম কম্পিউটার (Mainframe Computer) কম্পিউটারের চাইতে ছোট আকারের কম্পিউটারে এক সাথে অনেক ‍গুলি অপারেটর কাজ করতে পারে। শিল্প প্রতিষ্ঠান, ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে মিনি কম্পিউটার (Mini Computer) ব্যবহার করা হয়ে থাকে। 4। মাইক্রো কম্পিউটার (Micro Computer): মাইক্রো কম্পিউটার (Micro Computer) কে পার্সনাল কম্পিউটার ও বলা হয়। এই ধরণের কম্পিউটার সাধারণত মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি করা হয়ে থাকে। মাইক্রো কম্পিউটার আকারে ছোট, দামে কম, বহনে সহজ। মোট কথা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যে সাধারণ কম্পিউটার ব্যবহার করে থাকি এই কম্পিউটার গুলিই হলো মাইক্রো কম্পিউটার। অফিস-আদালতের কাছে, ব্যবসায়িক কাজে, ব্যক্তিগত প্রয়োজনে, বিনোদনমূলক কাজে এই শ্রেণী Microcomputer ব্যবহার করা হয়ে থাকে। পরিশেষ (Conclusion): আশা করি এই তথ্যের মাধ্যমে কম্পিউটারের প্রকারভেদ ও কাজের ধরণ সম্পর্কে আপনার ধারণা স্পষ্ট হয়েছে। আমাদের ওয়েবসাইটের অন্যান্য পেজের মাধ্যমে আরো দারুণ দারুণ তথ্য পেতে পারেন। আর শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

Ads