Popular Posts





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।

10.4.22

সুপার কম্পিউটার কি?

সুপার কম্পিউটার কাকে বলে ? সুপার কম্পিউটার কি কি কাজে ব্যবহার করা হয়?



উত্তরঃ বিশ্বের সবচেয়ে দ্রুতগুতি, সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো সুপার কম্পিউটার। এই কম্পিউটার আকারের দিক দিয়ে সব চেয়ে বড় কম্পিউটার। আরো জেনে রাখা ভাল যে, এই কম্পিউটারের গতি, কাজ করার ক্ষমতা, তথ্য প্রকিয়ার গতি অবিশ্বাস্য।  
Details 
সুপার কম্পিউটার কি কি কাজে ব্যবহৃত হয়?

সুপার কমপিউটার বিভিন্ন জরুরী ও গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। নিচে সুপার কম্পিউটারের ব্যবহার তুলে ধরা হলো-

1.বিপুল পরিমাণে তথ্য সংরক্ষণের জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। 2. বিপুল পরিমাণে তথ্য বিশ্লেষণের জন্য সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। 3. জঙ্গী বিমানের ক্ষেত্রেও সুপার কম্পিউটারব্যবহার করা হয়ে থাকে।

4.ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। 5.নভোযান তথা মহাকাশ গবেষণার ক্ষেত্রে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। 6.পরমাণু চুল্লির ক্ষেত্রেও সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। সুপার কম্পিউটারের নামঃ নিচে দুটি সুপার কম্পিউটারের নাম উল্লেখ করা হলোঃ 1.CRAY-I, 2. CYBER 205 ইত্যাদি হলো সুপার কম্পিউটারের উদাহরণ

Hy-brid Computer

"কম্পিউটার কাকে বলে" হাইব্রিড কম্পিউটার কাকে বলে? হাইব্রিড কম্পিউটার কি কি কাকে ব্যবহৃত হয়? উত্তরঃ এ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার মিলে তৈরি করা হয় হাইব্রিড কম্পিউটার (Hy-brid Computer) । মানে দুইটি কম্পিউটার প্রযুক্তি একত্র হাইব্রিড কম্পিউটার তৈরি করা হয়ে থাকে। কম্পিউটার কাকে বলে বিস্তারিত জেনে নিন
অর্থ্যাৎ এ্যানালগ কম্পিউটারের মাধ্যমে তথ্য উপাত্ত গ্রহণ করে তা ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পাদন শেষে বা প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করা হয়। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে – হাসপাতালের কোন রোগীর রক্ত চাপ, হৃদরোগীর ক্রিয়া ইত্যাদি উপাত্ত কম্পিউটারের এ্যানালগ অংশের সাহায্যে গ্রহণ করে তা ডিজিটাল অংশের মাধ্যমে ফলাফল প্রদর্শন করা হয়। এটাই হলো হাইব্রিড কম্পিউটার সিস্টেম। হাইব্রিড কম্পিউটারের ব্যবহার উল্লেখ করা হলেঃ 1. কারিগরি ও বৈদ্যুতিক জটিল ও কঠিন সমস্যার সমাধান খুব সহজে ও অতি দ্রুত গতিতে সমাধান করা যায়। 2. পরীক্ষাগারে ঔষধের মান নিয়ন্ত্রণ, পরমানুর গঠন ইত্যাদি ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। 3. রাসায়নিক দ্রব্যাদির গুণগত মান, দূরপাল্লার আকাশ যানের চালকের প্রশিক্ষণের কাজেও এটি ব্যবহার করা হয়। 4. এটি হাসপাতালের ইনসেনটিভ কেয়ারেও এই শ্রেণীর কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে।

8.4.22

মাইক্রো প্রসেসর কি?

মাইক্রো প্রসেসর কি?
উত্তরঃ মাইক্রো প্রসেসর বলতে বুঝায় আংশিক ভাবে বিদ্যুৎ চলাচল করতে পারে এমন সকল বস্তু দ্বারা যে বর্তনী তৈরি হয় তাকে আই.সি বলে। IC = Integrated Circuit বলেন। এই আই. সি দিয়ে যে সার্কিট তৈরি হয় তাকে চিপ বলে। অন্য দিকে ট্রানজিষ্টর, ক্যাপাসিটর, ডায়েড, রেজিস্ট্যান্স সিলিকন চিপের অভ্যান্তরীন সংযোগের অসংখ্য ইলেক্ট্রনিক সার্কিটের সমন্বয়ে মাইক্রো প্রসেসর (Microprocessor) গঠন করা হয়ে থাকে। কেন্দ্রিয়া প্রকিয়াকরণ অংশ এবং গাণিতিক অংশের কাজ করাই হলো মাইক্রো প্রোসেসরের কাজ। তাছাড়া এই মাইক্রোপ্রসেসকে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশও বলা হয়। তা কম্পিউটারের চালিকা শক্তি বা কম্পিউটার মস্তিষ্কও বলা হয়ে থাকে। মাইক্রো প্রোসেসরের বৈশিষ্ট্যঃ

মাইক্রো কম্পিউটারের প্রোগ্রাম নির্বাহের প্রধান অংশ। গাণিতিক যুক্তি ও যুক্তি ক্ষমতা সম্পন্ন ১টি বৃহৎ বর্তনী। মাইক্রো প্রোসেসরকে মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়ে থাকে।

6.4.22

Input Device Device Input

ইনপুট ডিভাইস কাকে বলে ( What is input Device )?

Details:

উত্তরঃ কম্পিউটারকে ডাটা নির্দেশনা প্রদানের জন্য যে সকল যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয়, সেগুলিকে ইনপুট ডিভাইস (Input Device) বলে। কম্পিউটারে আসলে ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার হয়ে থাকে নিচে উল্লেখ করা হলো। 

1. স্ক্যানার (Scanner)   

2. কীবোর্ড (Keyboard) and মাউস (Mouse)


3. Barcode Scanner  



     

 4. 4. CD/DVD   

      5. Pen Drive 

      6. ওমআর (OMR)

p      7. ওসিআর (OCR)

p        8.ফ্লপি ডিস্ক (Floppy Disk)

p        9. এমআইসিআর (MICR)

p        10. ডিজিটাইজার (Digitizer)

p        11. লাইটপেন (Light Pen ইত্যাদি।

মূলত এসব ডিভাইস দিয়ে কম্পিউটারের ভিতরে ডাটা বা তথ্যাদি প্রবেশ করানো হয়। এই জন্য এই গুলিকে ইনপুট ডিভাইস বলা হয়ে থাকে।




 

কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভাইস সম্পর্কে জানতে ভিজিট করুন।

অপটিক্যাল ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন। 

আমাদের ফেসবুক গ্রুপে ভিজিট করুন

Ads





আপনার জন্য আকর্ষণীয় 
ডিজাইনের ল্যাপটপ টেবিল।